শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:৫৩

প্রকাশিতঃ রোববার, ২২ অক্টোবর ২০১৭ ০৮:৪৯:৪৯ পূর্বাহ্ন

ভোট যেন বাধাগ্রস্ত না হয়, পর্যবেক্ষকদের সতর্ক করলেন সিইসি

ঢাকা: দায়িত্ব পালনকালে সামগ্রিকভাবে ভোট কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে পর্যবেক্ষকদের সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আগারগাঁও নির্বাচন ভবনে রোববার সকালে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই সতর্কতার পরাশর্ম দেন। মতবিনিময় সভায় পর্যবেক্ষক সংস্থার ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। সংলাপের শুরুতে পর্যবেক্ষকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা আপনাদের পরামর্শ নিয়েই বিধি প্রণয়ন করেছি। যারা দায়িত্বে মাঠে পাঠাবেন, তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিবেন বলে আশা করি।’ তিনি বলেন, ‘পর্যবেক্ষণের দায়িত্ব পালন করতে গিয়ে যেন সামগ্রিক ভোট কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।’ সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষদের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। নির্বাচন পর্যবেক্ষকরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। পক্ষপাতহীন ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা দায়িত্বপালন করবেন, আমরাও এটাই প্রত্যাশা করি। তিনি বলেন, ‘আপনারা নির্বাচন চলাকালে মাঠে-ময়দানে বিচরণ করবেন। আপনারা সঠিক সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন। আপনাদের পরামর্শ আমরা গুরুত্বসহকারে গ্রহণ করে বিবেচনা করব।’ একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন সংস্কার, সীমানা পুনঃনির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ করছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com