প্রকাশিতঃ রোববার, ২২ অক্টোবর ২০১৭ ০৬:২৬:৫৩ পূর্বাহ্ন
ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ স্বাভাবিক
পাবনা: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শেষ করলে রোববার সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।
এর আগে ভারী বর্ষণের কারণে পাবনার চাটমোহরে রেললাইনের ২১নং রেলব্রিজের মাটি সরে যায়। এতে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়।
চাটমোহর রেলস্টেশনে আটকে পড়া রংপুর এক্সপ্রেস ও মেইল ট্রেনটি স্টেশন ছেড়েছে।
চাটমোহর স্টেশনমাস্টার মাসুম আলী খান জানান, টানা বর্ষণের কারণে উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের অদূরে ২১ নম্বর রেলব্রিজের মাটি সরে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঈশ্বরদীতে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শেষ করলে সকাল সাড়ে ১০টার দিকে রেল চলাচল ফের স্বাভাবিক হয়।