বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:৪০

প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর ২০১৭ ০৮:১২:২৫ অপরাহ্ন

রাজধানীতে ফায়ার সার্ভিসের ‘নৌকা’ সেবা

ঢাকা: টানা বর্ষণে গৃহবন্দী হয়ে পড়েছে রাজধানীবাসী। বিশেষ করের খিলগাঁও, মালিবাগ, রাজারবাগ, শান্তিনগর, রামপুরা, মিরপুর, কাজীপাড়া, বিজয়স্মরণী, গোড়ান, মেরাদিয়া, নন্দিপাড়া, মাদারটেক, মুগদা, মান্ডা এলাকার মানুষ। এসব এলাকায় অনেকের বাড়ি-ঘর এবং দোকানপাটেও পানি উঠেছে। প্রধান সড়কে জমেছে হাঁটুপানি। তলিয়ে গেছে পাড়া-মহল্লার সড়ক ও গলিপথ। পানিমগ্ন হয়েছে রাজধানীর ব্যাংকপাড়াখ্যাত মতিঝিলও। সড়ক গলিয়ে পানি ঢুকেছে অনেক অফিস এবং দোকানে। তবে ব্যাতিক্রমী এক আয়োজনও চোখে পড়ে মতিঝিলে। পথচারিদের পারাপারে বাতাসভর্তি প্লাস্টিকের নৌকা নামিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে চোখে পড়ে জনভোগান্তি বিভিন্ন দৃশ্য। তিন দিনের টানা বর্ষণে সম্পূর্ণ ডুবে গেছে রাজধানীর খিলগাঁয় অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের আশপাশ। প্রবেশ ও বাইরের একমাত্র সড়কে জমেছে হাঁটুপানি। আনসার হেডকোয়ার্টারের আশপাশের ভাঙা রাস্তা পথচারি ও পরিবহনের যাত্রীদের ভোগাচ্ছে মারাত্মকভাবে। এছাড়াও খিলগাঁও সি ব্লকের দক্ষিণ অংশ তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। পানি উঠেছে এ ব্লক, বি ব্লক, রিয়াজবাগ, নতুনবাগ, সিপাহীবাগ, গোড়ান প্রভৃতি এলাকায়। টানা বৃষ্টিতে রাজধানীর রামপুরা থেকে মান্ডার দিকে যাওয়া তিতাস রোড় এবং এর আশপাশে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। রাস্তার কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি উঠেছে। পানিতে যুবে গেছে আশপাশের শত শত বাড়ি-ঘর, দোকানপাট, রিকসা-সিএনজির গ্যারেজ, ছোটখাট কারখানা এবং ব্যবসায় কেন্দ্র। মুগদা, মান্ডা, মেরাদিয়া, মাদারটেক এলাকার কর্মজীবী মানুষের অধিকাংশই কাজে যেতে পারেনি। টানা তিন দিন কাজ করতে না পারায় ঘরে ঘরে দেখা দিয়েছে হাহাকার। আবার সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে রিকসা চালক এবং ফুটপাথের দোকানিরা করে নিচ্ছে বাড়তি কামাই। রাজধানীর মালিবাগ, মৌচাক, শান্তিনগর, হাজিপাড়া, চৌধুরীপাড়া এলাকায় হাটু পানি জমে রাস্তাঘাট চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। আবুল হোটেলের বিপরীতে আলমদিনা হোটেল পর্যন্ত ৩০০ গজ রাস্তা পারাপারে রিকসা চালকরা ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায় করেছে। টানা বৃষ্টিতে রাজধানীর রাজারবাগে ডোম-ইনো নামক ডেভেলপার কোম্পানির নির্মানাধীন প্রকল্পের একাংশে মাটি ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাশে অবস্থিত গ্রিনলাইন পরিবহনের একটি অংশ ধসে পড়েছে বলে জানা গেছে। এদিকে ভোগান্তির শিকার নগরবাসিকে সামান্য স্বস্তি দিতে রাজধানীর মতিঝিলে ‘নৌকা সেবা’ চালু করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বাংলাদেশ ব্যাংকের সামনে এবং নটরডেম কলেজ এলাকায় পানিতে আটকেপড়া জনগণকে পানি পারাপারে সহায়তা করছেন তারা। জাহাজে যেসব লাইফবোট ব্যবহার করা হয় তেমন দুটি নৌকায় করে সাধারণ মানুষকে পানি পারাপারে সহায়তা করছেন ফায়ারকর্মীরা। লাইফবোটগুলোতে একবারে চার-পাঁচজন মানুষ উঠছেন। আর ফায়ার সার্ভিসের সদস্যরা রশি দিয়ে সেই বোট টেনে নিয়ে তাদের পানি পারাপারের ব্যবস্থা করছেন। তবে এজন্যে কোনো ধরনের টাকা রাখেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের স্কোয়ার্ডন লিডার ফারুক আহমেদ জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে মানুষ ভোগান্তিতে পড়েছে। বৃদ্ধ, নারী ও শিশুরাই বেশি কষ্ট পাচ্ছে। তাই তাদের সহায়তায় ফায়ার সার্ভিস এই উদ্যোগ নিয়েছে। তিনি জানান, আরামবাগ এলাকায় নটরডেম কলেজের সামনে একটি ইউনিট এই সেবা দিচ্ছে। আরেকটি ইউনিট সেবা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে আগামীকাল রোববারও ফায়ার সার্ভিস এ সেবা অব্যাহত রাখবে বলে জানান ফারুক।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com