শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:০২

প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর ২০১৭ ০২:৪৮:৪৭ অপরাহ্ন

অবিরাম বর্ষণে উত্তরের জনজীবন বিপর্যস্ত, ফসলের ব্যাপক ক্ষতি

বগুড়া: গত দুই দিনের অবিরাম বর্ষণে বগুড়াসহ উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরে বন্দী হয়ে পড়েছেন মানুষ। জরুরি কাজেও ঘরের বাইরে বের হওয়া যাচ্ছে না। চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও কর্মজীবী মানুষ। শহরের নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্রবার বেলা ১২টা থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত বগুড়া শহরে ১৪৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অবিরাম বর্ষণের কারণে শনিবার দিনভর শহর ছিল ফাঁকা। প্রতিদিনের ব্যস্ততম শহরে ছিলো না মানুষের কোলাহল। ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। কাজ না পেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে খেটে খাওয়া দিনমজুরদের। এদিকে, অবিরাম বর্ষণে মাঠের আধা-পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবল বাতাসের তোড়ে ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। এছাড়া মৌসুমি শাক-সবজি বিশেষ করে কপি, আলু ও মুলার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য কলার গাছ। এতে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সাথে চলতি মৌসুমে সাক-সবজির বাজারে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com