বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:১৬

প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর ২০১৭ ১২:৪৫:২৯ অপরাহ্ন

সিনহা পিচ কমিটির সদস্য ছিলেন: মোজাম্মেল হক

নীলফামারী: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পিচ কমিটির সদস্য ছিলেন। তাই তিনি বঙ্গবন্ধুকে একক নেতা মানতে রাজি নন বলে তিনি মন্তব্য করেন। শনিবার দুপুরে জেলার ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে একক নেতা মানতে রাজি না হলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে জবাব চাইতে হবে আর কোন নেতা ছিল সেই সময়? তিনি প্রধান বিচারপতির দুর্নীতিসহ বিভিন্ন সমালোচনা করে দেশে এনে তার বিচার দাবি করেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ সব সময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে। আর বিএনপি ও তার নেত্রী স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা পাকিস্তানের পোষা তোতা পাখি। পাকিস্তান যেভাবে বিবৃতি দেয় খালেদা জিয়াও সেভাবে কথা বলে। মুক্তিযোদ্ধাদের দেয়া সরকারী ভাতা সম্পর্কে তিনি বলেন, আগামী জানুয়ারী মাস হতে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ি বাড়ি পৌঁছে দেবে সরকার। আর কোন মুক্তিযোদ্ধাকে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে ভাতা উত্তোলন করতে হবে না। এজন্য সকল প্রকার প্রস্তুতি শেষ করা হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ফজলুর রহমার, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সম্পাদক তোফায়েল আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুন্নবী, সাবেক কমান্ডার আব্দুল জব্বার প্রমুখ। প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের অর্থায়নে এলজিইডি’র বাস্তবায়নে ২ কোটি ২২ লক্ষ ৯৯ হাজার ৬ শ টাকা ব্যয়ে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com