সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:১০

প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ ০৪:১৬:০৬ অপরাহ্ন

রাজধানীতে ১২ ঘণ্টায় ৭৬ মি.মি বৃষ্টি

ঢাকা: স্থল নিম্নচাপের প্রভাবে সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাতে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, স্থল নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগের ১২ ঘণ্টায় ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। সব মিলে গত ২৪ ঘণ্টা ৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে শুক্রবার দিনভর বৃষ্টিতে রাজধানীর বহু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করে। ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। অন্য সময়ের মত তীব্র যানজটে পড়তে হয়নি রাজধানীবাসীকে। আবহাওয়া অধিদপ্তর জানায়, উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বেলা ১২টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল ও উড়িষ্যা এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে বৈরি আবহাওয়ার কারণে শুক্রবার বেলা ১২টা থেকে রাজধানী ঢাকার সঙ্গে তিন রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। এ ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটেও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএর সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক শাহেদ রেজা জানান, নিম্নচাপ ও ৩ নম্বর সংকেত থাকায় সকাল থেকেই বাতাসসহ বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টা থেকে ঢাকা-হাতিয়া, ঢাকা- বেতুয়া ও ঢাকা- রাঙাবালী নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটেওলঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তিনি আরও জানান, সকাল থেকে ৬৫ ফিটের নিচের লঞ্চগুলো বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com