বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫২

প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ ১১:৪৭:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রধান বিচারপতি পাকিস্তানকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখিয়েছেন: হামিদ মীর

পাকিস্তানের জিও নিউজের নির্বাহী সম্পাদক ও উপস্থাপক হামিদ মীর বলেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পাকিস্তানকে নিজ দেশের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন। পাকিস্তানের উদাহরণ দেওয়ায় বাংলাদেশের ক্ষমতাসীন দল এতটা চটে গিয়েছিল যে, প্রধান বিচারপতির ওপর অর্থ পাচারের অভিযোগও আরোপ নিয়ে আসে। পাকিস্তানের রাজনীতিবিদদের ও মার্শাল ল’র সমালোচনা করে লিখিত এক কলামে হামিদ মীর এ মন্তব্য করেন। হামিদ মীর বাংলাদেশের উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশের দৃষ্টান্ত দেওয়া যাক। বাংলাদেশের পার্লামেন্ট বিচারকদের অপসারণ ক্ষমতা বিষয়ে সংবিধান সংশোধনী আনে। তখন সুপ্রিম কোর্ট বাংলাদেশ পার্লামেন্টের সংবিধান সংশোধনীকে বাতিল করে দেয়। এর প্রতিউত্তরে পার্লামেন্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন শুরু করে। তখনই প্রধান বিচারপতি পাকিস্তানকে উদাহরণ হিসাবে টেনে নিয়ে আসেন। বলেন, পাকিস্তানের উচ্চ আদালত নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে। ফলে নওয়াজ শরীফ ক্ষমতা ছেড়ে দিয়েছিল। হামিদ মীর বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছুটিতে চলে গেছেন। পাকিস্তানে নওয়াজ শরীফের বিরুদ্ধে আদালতের সিদ্বান্তকে অবিচার আখ্যা দেওয়ার লোকজনও কম নয় কিন্তু এটাও সত্য যে, বাংলাদেশের একজন হিন্দু বিচারপতিও পাকিস্তানকে নিজ দেশে উজ্জ্বল উদাহরণ হিসাবে দেখিয়েছেন। সূত্র: জিও নিউজ উর্দু
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com