শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৫৩

প্রকাশিতঃ শনিবার, ১৫ জুন ২০১৯ ০৬:২৯:০৬ পূর্বাহ্ন

যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে ফিঙে লিটনের ভাগ্নেসহ আহত ২

যশোর শহরে বোমা বানানোর সময় বিস্ফোরণে শীর্ষ সন্ত্রাসী ফিঙে লিটনের ভাগ্নেসহ দুজন জখম হয়েছেন। শুক্রবার রাতে শহরের বারান্দী মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সন্ত্রাসী ফিঙে লিটনের ভাগ্নে ও বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম জিতু (৩০) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৮)। স্থানীয়রা জানিয়েছেন, জিতু ও শহিদুল সন্ত্রাসী প্রকৃতির। তারা নানা অপকর্মের সঙ্গে জড়িত। রাত ৮টার দিকে দুজন মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বোমা তৈরি করছিলেন। এসময় বোমার বিস্ফোরণ ঘটলে তারা আহত হন। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কাজল মল্লিক জানান, দুজনের মধ্যে গুরুতর জিতুকে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। আর শহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অর্থোপেডিক বিভাগের চিকিৎসক বজলুর রশিদ টুলু জানান, বোমার স্প্রিন্টারে জিতুর বাম হাত ও চোখ মারাত্মক জখম হয়েছে। তার অবস্থা আশংকাজনক। আহত জিতুর মা লিপি বেগম যুগান্তরকে বলেন, বোমা তৈরির সময় বিস্ফোরণে ছেলে জখম হয়েছেন জানতে পেরে হাসপাতালে দেখতে এসেছি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, বোমা বিস্ফোরণে আহতের বিষয়টি পুলিশ খোঁজ নিয়ে দেখছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com