রোববার, ১৯ মে ২০২৪, ০২:০৬

প্রকাশিতঃ শনিবার, ১৫ জুন ২০১৯ ০২:৫৫:০৪ পূর্বাহ্ন

সরিয়ে ফেলা হলো উত্তরা লেক পাড়ের আবর্জনার স্তূপ

রাজধানীর উত্তরার লেকের পাড়ে রাতের আঁধারে রেখে যাওয়া আবর্জনার স্তূপ সরিয়ে ফেলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উত্তরার ১৫ নম্বর ব্রিজ সংলগ্ন লেকের পাড়ের ময়লার স্তূপ সরিয়ে ফেলায় দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেয়েছে এলাকাবাসী। গত ১০ জুন বাংলাদেশ প্রতিদিনে ‘রাতের আঁধারে ময়লায় ভরাট উত্তরা লেক’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি ডিএনসিসি কর্তৃপক্ষের নজরে আসে। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম স্থানটি পরিদর্শন করে ময়লা সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে গত তিন দিনে ময়লা সরিয়ে ফেলে ডিএনসিসি। এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা নগরবাসীর সেবায় সর্বদা সচেষ্ট আছি। এ ধরনের বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি। সরেজমিন দেখা যায়, লেকের পাড়ের ময়লার স্তূপ সরিয়ে ফেলা হয়েছে। জায়গাটির চারপাশে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেখানে সারিবদ্ধভাবে কলা গাছ লাগানো হয়েছে। ময়লা সরিয়ে ফেলায় আগের মতো আর উৎকট দুর্গন্ধ নেই। লেকের পাশের রাস্তা দিয়ে মানুষ এখন স্বস্তিতে যাতায়াত করতে পারছেন। ময়লা সরিয়ে ফেলায় এখন শান্তিতে নিঃশ্বাস নিতে পারছেন এলাকাবাসী ও পথচারীরা। এ বিষয়ে স্থানীয় দোকানি মোহাম্মদ চান মিয়া বলেন, তিন দিন আগে থেকে ময়লা সরানো শুরু করে সিটি করপোরেশনের গাড়ি। খালের পাড়ে ময়লা ফেলায় দুর্গন্ধে নাক চেপে যাতায়াত করতে হতো। এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। আরেকজন বাসিন্দা রিবুল ইসলাম বলেন, ময়লা জমে থাকায় মশার উপদ্রব বেড়ে গিয়েছিল। ওইভাবে ময়লা পড়ে থাকলে এলাকায় রোগ-জীবাণু ছড়িয়ে পড়ত।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com