সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৮

প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ ০৫:২১:৩৮ পূর্বাহ্ন

পকেটে মোবাইল ফোন রাখলে যে ক্ষতি হয়

যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হলো মোবাইল ফোন। আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ঘুমের সময় বালিশের পাশে, বাইরে বের হলে শার্টের বুক পকেটে বা প্যান্টের পকেটে মোবাইল রাখা হয়। কিন্তু এর ফলেই শরীরে দেখা দিতে পারে মারাত্মক সব সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্টেড মোবাইল বুক পকেটে রাখলে আমাদের শরীরে বেশি রেডিয়েশন প্রবেশ করে। যদি ব্যাগে মোবাইল রাখার অভ্যাস করেন, তাহলে রেডিয়েশনের পরিমাণ অন্তত দুই থেকে সাত শতাংশ কম হয়। সেলফোন থেকে প্রাপ্ত রেডিয়েশন আর টিউমার গ্রোথের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এ ধরনের রেডিয়েশনের ফলে বদলাতে পারে আপনার ডিএনএ স্ট্রাকচার, আসতে পারে বন্ধ্যত্ব ও হৃদয়ঘটিত নানা সমস্যাও। প্যান্টের পকেটে ফোন রাখলে পেলভিক বোনের গঠনে সমস্যা আসতে পারে, কমতে পারে হাড়ের ঘনত্ব। পকেটে ফোন রাখার কারণে পিঠের দিকে রেডিয়েশন যাওয়ায় পিঠে ব্যথা হতে পারে। পেছনের পকেটে ফোন রাখলেও নানা সমস্যা দেখা দেয়। তাই ফোন রাখতে হবে নিরাপদ দূরত্বে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com