শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৫৫

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ ০৬:২৪:৪২ পূর্বাহ্ন

ইমরান খানদের ছবি সরিয়ে ফেলায় পিসিবির তীব্র নিন্দা

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় হামলার নজিরবিহীন প্রতিবাদ দেখিয়েছে ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও '৯২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানসহ একাধিক ক্রিকেটারের ছবি ঢেকে দিয়েছে মুম্বাইয়ের অভিজাত ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই)। মোহালি থেকেও সরিয়ে ফেলা হয়েছে শহীদ আফ্রিদি, ওয়াসিম আকরামসহ একাধিক পাক ক্রিকেটারের ছবি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচারের দায়িত্বে থাকা আইএমজি-রিলায়েন্সও টুর্নামেন্টটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। চিরশত্রু পড়শীদের এসব সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পাক বোর্ড জানিয়েছে, এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কথা বলবে। চলতি মাসের শেষে দুবাইয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভা। সেখানে এ প্রসঙ্গ তুলে ধরা হবে। পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান বলেন, খেলা ও রাজনীতি আলাদাভাবে দেখা উচিত। ইতিহাস বলছে- খেলার হাত ধরে দুই দেশের মানুষের মধ্যে সমন্বয় স্থাপিত হয়েছে। বিশেষত ক্রিকেটের ক্ষেত্রে। তিনি বলেন, ইমরান খান ও অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারের ছবি ঢেকে দেয়া বা সরিয়ে দেয়া দুঃখ প্রকাশ করার মতো কাজ। গেল বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপুরায় তথাকথিত ‘পাকিস্তানের’ ভয়াবহ জঙ্গি হামলায় মৃত সেনার সংখ্যা ৪০ ছাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে সিআরপিএফ বহরে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলায় মৃতের সংখ্যা ৪৪। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জম্মু-কাশ্মীরজুড়ে কড়া নিরাপত্তা বিরাজ করছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com