রোববার, ০৫ মে ২০২৪, ০২:১৯

প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯ ১২:১০:২৫ অপরাহ্ন

যে কারণে সৌদির কারাগারে অনশন করছেন রোহিঙ্গারা

বাংলাদেশে পাঠিয়ে দেয়া বন্ধে সৌদি আরবের একটি কারাগারে রোহিঙ্গা বন্দিরা অনশন শুরু করেছেন। বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বন্দিদের বরাত দিয়ে খবরে বলা হয়, গত মাসে জেদ্দায় অবস্থিত সুমাইছি কারাগার থেকে বেশ কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় সৌদি আরব। এ পরিস্থিতিতে বাংলাদেশে পাঠিয়ে দেয়া ঠেকাতে অনশন করছেন রোহিঙ্গারা। রোহিঙ্গা বন্দিরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপও চেয়েছেন। কারাগার থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, অনশনকারী রোহিঙ্গা বন্দিরা তাদের জন্য বরাদ্দ প্রতিদিনের খাবার খেতে চাইছেন না। তাদের ফেরত দেয়া খাবার মেঝেতে পড়ে আছে। এক রোহিঙ্গা বন্দিজানিয়েছেন, হোয়াটসঅ্যাপসহ বার্তাবহ অন্যান্য অ্যাপের সাহায্যে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে অনশন কর্মসূচি সংগঠিত করেছেন। অনশন শুরু করার পর তাদের কর্মসূচিতে ধীরে ধীরে লোকসংখ্যা বাড়ছে। অনশনে অংশ নেওয়া এক বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, সৌদি আরবে গত গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার রোহিঙ্গা বন্দিরা অনশন করছেন
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com