মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:১৯

প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ ০৫:২০:২০ পূর্বাহ্ন

কয়েলের আগুনে পাঁচ বসতঘর ছাই

লালমনিরহাটের আদিতমারীতে তিন কৃষকের পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (২০ আগস্ট) মধ্যরাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সিংগিমারী চরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন সিংগিমারী চরের মৃত নয়া মিয়ার ছেলে আনারুল ইসলাম, মাহাতাব উদ্দিন ও প্রতিবেশী মহুবর রহমানের ছেলে আনোয়ারুল ইসলাম। মহিষখোচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজমুল হক বলেন, সোমবার রাতে গোয়াল ঘরে মশার কয়েল দিয়ে ঘুমিয়ে পড়েন আনারুল ইসলাম। এরপর সেই মশার কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এতে দুইটি গরু দগ্ধ হয়ে মারা যায়। মুহূর্তের মধ্যে আগুন মাহাতাব ও আনোয়ারুলের বাড়িতে ছড়িয়ে পড়ে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই তিন কৃষকের পাঁচটি বাড়ি, প্রায় ১০০ মণ পাট, ধান, চাল ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, বিষয়টি এখনও জানতে পারিনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com