রোববার, ০৫ মে ২০২৪, ০৪:১৯

প্রকাশিতঃ শনিবার, ১৮ আগস্ট ২০১৮ ০৯:৩৮:০৯ পূর্বাহ্ন

কোরবানির পশুর হাট ঘিরে কঠোর ব্যবস্থা: র‌্যাব মহাপরিচালক

ঈদ ও কোরবানির পশুর হাটকে ঘিরে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ শনিবার সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় বেনজীর আহমেদ আরও বলেন, ঈদ উপলক্ষে আইন শৃংখলাবাহিনী বেশ তৎপর। অনুমোদিত স্থান ছাড়া অন্য স্থানে যাতে পশুর হাট বসতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন তারা। এ সময় সামাজিকমাধ্যমে কেউ যাতে রাষ্ট্রবিরোধী অপপ্রচার না করতে পারে সে দিকেও কড়া নজরদারি রাখবে র‌্যাবের সাইবার ইউনিট। ঈদ ব্যস্ততায় সড়ক দুর্ঘটনারোধে র‌্যাবের প্রতিটি ব্যাটেলিয়ান সতর্ক থাকবেন বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, এ লক্ষ্যে ঈদ পরবর্তী তিনদিন সড়কে চেকপোস্ট থাকবে এবং প্রতিটি ব্যাটালিয়নের ফেসবুক পেইজ থেকে চার ঘণ্টা পরপর ট্রাফিক আপডেট দিবে। একই সময় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান বেনজীর আহমেদ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com