সোমবার, ২০ মে ২০২৪, ০১:৪০

প্রকাশিতঃ রোববার, ১৩ মে ২০১৮ ০৮:২৯:০৮ পূর্বাহ্ন

মাতুব্বরের থাপ্পড়ে কানের পর্দা ফাটলো শিশুর!

গায়ে সামান্য ধাক্কা লাগায় চর থাপ্পড় দিয়ে ৯ বছরের শিশু রাজিবের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে এক গ্রাম্য মাতুব্বর। শৈলকুপা উপজেলার মীর্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশু নির্যাতনকারী সরোয়ার মন্ডলের বিরুদ্ধে ওই শিশুর চাচা মনিরুল ইসলাম শৈলকুপা থানায় অভিযোগ দিলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। সরোয়ার মন্ডল যাদবপুর গ্রামের নখাতুল্লা মন্ডলের ছেলে। শিশুটির মা হালিমা খাতুন জানান, গত মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেণিতে পড়–য়া তার ছেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় সরোয়ার মন্ডলের কাচারীর সামনে পৌঁছালে তার গায়ে সামন্য ধাক্কা লাগে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে কানে চড় থাপ্পড় মারতে থাকেন। এতে শিশু রাজিব অজ্ঞান হয়ে পড়ে যায়। পথচারীরা মাথায় পানি ঢেলে রাজিবের জ্ঞান ফেরান। ঘটনার দিনই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজিব ৫ দিন যাবৎ ঝিনাইদহ সদর হাসপাতালের নাক, কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের অধীন চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পাওয়া গেছে, এর আগেও সরোয়ার মন্ডল যাদবপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে আইফুল ও আফাজ্জেলের ছেলে বিপুলকে নির্যাতন করে। কিন্তু গ্রাম্য মাতুুব্বর হওয়ায় তার বিরুদ্ধে কেও টু শব্দ করে না। শিশু রাজিবের পিতা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, শৈলকুপা থোনা থেকে এসআই আজাদ এসে ঘটনা তদন্ত করে গেছেন। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার এসআই আজাদ জানান, অভিযোগ পেয়ে ওসি স্যার আমাকে তদন্ত করতে পাঠান। তদন্ত করে দেখা যায় ঘটনা সত্য। শিশুটিকে নির্যাতন করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন রোববার সকালে জানান, শিশু নির্যাতনের বিষয়ে একটি জিডি হয়েছে। হাসপাতাল থেকে রিলিজ সনদ আসলে নিয়মিত মামলা করা হবে। তিনি জানান বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এদিকে খবর পেয়ে রোববার সকালে ঝিনাইদহ মানবাধিকার মাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে বাবলু কুন্ডু হাসপাতালে যান এবং শিশুটির আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com