মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:১৩

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮ ০৭:৪৩:৫০ পূর্বাহ্ন

টিকেটে 'বাংলাদেশ' বানানই ভুল, সমালোচনার ঝড়

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ। তাও আবার স্বাগতিক বাংলাদেশের খেলা। আয়োজক বাংলাদেশের সঙ্গে অন্য দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ইতোমধ্যে দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে। আর সেই খেলার টিকেটে বাংলাদেশ বানানটাই ভুল! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন ভুলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমত সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ত্রিদেশীয় টুর্নামেন্ট। আগামীকাল শুক্রবার মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যার টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অথচ আয়োজক দেশ হয়েও টিকিটে 'বাংলাদেশ' নামের বানানই ভুল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টিকিটে দেখা যাচ্ছে, ইংরেজিতে বাংলাদেশ বানানে 'Bangladesh’-এর স্থলে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের টিকেটে লেখা ‘Bnangladesh’! অর্থ্যাৎ বাংলাদেশ বানানের শুরুতে অতিরিক্ত একটি 'এন' যোগ করা হয়েছে। অথচ সফরকারী শ্রীলংকা বানান ঠিকই রয়েছে। ঘরের মাঠের নিজ দেশের নামের বানানে এমন ভুল মানতে পারছেন না দেশ প্রেমিক মানুষ। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষারোপ করছেন। কেউ বলছেন, এ কেমন বিসিবি!! বাংলাদেশ বানানটাই ভুল!! আরেক জন লিখেছেন, 'কাগোরে নিয়া বাস করি আমরা? টিকেটে বাংলাদেশ বানানই ভুল!'
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com