শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:১৬

প্রকাশিতঃ রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ ০২:৪৮:১৩ অপরাহ্ন

বরিশালে চিকিৎসাধীন অবস্থায় হত্যা মামলার আসামির মৃত্যু

বরিশাল: বরিশালের বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির ছাত্রী সাদিয়া আক্তার (২১) হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি মো. সিরাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দিবাগত রাতে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের সার্জারি বিভাগে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২০ নভেম্বর সাদিয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছিল কথিত প্রেমিক সিরাজ ও তার দুই সহযোগী। সিরাজ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। তবে এখন পর্যন্ত সাদিয়ার লাশের সন্ধান মেলেনি। গত ৪ ডিসেম্বর সিরাজ ও তার সহযোগী দেলোয়ার আকনের ছেলে মো. হাফিজ আকনকে মঠবাড়িয়া থেকে গ্রেফতার করেন বরিশাল কোতোয়ালি থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাদিয়াকে মঠবাড়িয়ার বড়মাছুয়া এলাকায় বলেশ্বর নদীর তীরে নিয়ে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার কথা স্বীকার করে বলে জানান এসআই আব্দুল ওহাব। পরদিন আদালতে দেওয়া জবানবন্দিতে সিরাজ ধর্ষণের পর সাদিয়া আক্তারকে হত্যার কথা স্বীকার করে। তাকে কারাগারে ও অপ্রাপ্তবয়স্ক হাফিজকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সিরাজের মৃত্যুর বিষয়ে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক ডা. মো. মুস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে শারীরিক আঘাতের ফলে হৃদযন্ত্রেয় ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com