রোববার, ০৫ মে ২০২৪, ০৯:০৩

প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ ০৪:১৮:৪৯ অপরাহ্ন

রানীশংকৈলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭, গ্রেফতার ৬, ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষ হয়। এতে সাতজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ভরনিয়া সম্পদবারি এলাকায় ১৪৪ ধারা আইন জারি করেন। রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ও স্থানীয়রা শীর্ষনিউজকে জানান, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভরনিয়া বাজারে একটি চায়ের দোকানের কর্মচারী ইউসুফের পুত্র সোহেল রানা কে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় খুশালি আকতার মারপিট করেন, এরপর বাদশা মেম্বারের পুত্র জামাল খুশালিকে মারধর করেন। এঘটনায় উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের নেতৃত্বে গত ১৯ অক্টোবর ইউপি চেয়ারম্যান মুকুল, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, যুবলীগ সম্পাদক রমজান আলী, আকবর মাস্টার সহ অনেকেই আপোষ মিমাংসায় বসেন। কিন্তু মিমাংসার প্রচেষ্টা ব্যর্থ হয়। এসময় নেতৃবৃন্দের সামনেই কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে নাহিদ, বাবুল, গুল্লু, রাশেদ সহ ৭ জন আহত হয়ে রানীশংকৈল হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় পুলিশ আব্দুল করিম (৩০) নামে একজনকে গ্রেফতার করে। পরদিন শুক্রবার বিকালে মারামারির জের ধরে স্থানীয় বাসিন্দা ও রাজশাহী হতে আসা (মালদহা) বাসিন্দাদের মধ্যে সংর্ঘষ শুরু হয়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ইউনিয়ন বিএনপি সম্পাদক আব্দুল বারি (৫০), জিয়াউর রহমান (৩৫), বশির উদ্দীন (৩২), আবু সুফিয়ান (১৯), আঃ রহমান (২৭), লজির উদ্দীন (১৪) কে গ্রেফতার করে থানা হাজতে আটক রাখে। এ ঘটনা নিয়ন্ত্রণে ভরনিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন শাহ্ ও পীরগঞ্জ সার্কেল এএসপি মুশফিকুর রহমানের নেতৃত্বে রানীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী থানার পুলিশ মোতায়েন করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ভরনিয়া সম্পদবারি এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com