মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩

প্রকাশিতঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ০৯:৩৯:৫৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গার বালিহুদায় ভৈরব নদী খনন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সজিব সংবাদদাতা

বহুল প্রত্যাশিত ভৈরব নদী খননের মুখ দেখতে যাচ্ছে ভৈরব নদী তীরবর্তী মানুষ।দীর্ঘদিন খননের অভাবে এ নদী মৃতপ্রায় অবস্থা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২.০০ দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অন্তর্গত বালিহুদা গ্রামের চৌরাস্তা মোড়ে মা টেলিকমের সামনে ভৈরব নদী খনন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা,রায়পুর ইউনিয়ন পরিষদের ৬,৭ ও ৮ নং ওয়ার্ড সদস্য রাইহান জিয়া,আব্দুল হান্নান ও জয়নাল আবেদীন আবেদীন।এছাড়াও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

নদী রক্ষা কমিশনের কর্মকর্তা গ্রামবাসীর উপস্থিতিতে স্বাক্ষর ও বিভিন্ন প্রশ্নোত্তর করেন।গ্রামবাসীরা প্রশ্নের জবাবে বলেন,চৈত্র মাসে এ নদীর পানি শুকিয়ে যায়।আবার বর্ষায় নদীর পানি প্লাবিত হয়ে বিল ডুবে যায়।এজন্য আমাদের চাষাবাদে অনেক সমস্যা হচ্ছে।সর্বশেষ,২০০০ সালের বন্যায় আমরা বড় মাছ ধরেছি নদী থেকে।

এসময় নদী রক্ষা কমিশনের এক কর্মকর্তা বলেন,নদী রক্ষা আমাদের দায়িত্ব।রাস্তা সংরক্ষণ করতে হলে যেমন রাস্তার যত্ন নিতে হয়,তেমনি নদী রক্ষায় নদীর খনন অপরিহার্য।

গ্রামবাসীর দাবি এ নদীটা যেন অন্তত ৪-৫ ফুট গভীরে খনন করা হয়।যাতে তারা চাষাবাদ করতে পারি,প্রোটিন এর উৎস মাছ ধরতে পারে।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com