বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৪২

প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ ০১:১৬:৪৬ অপরাহ্ন

বুধবার ঢাকায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফাইভজি

প্রজন্মের তারবিহীন সুপার স্পিড যোগাযোগ পদ্ধতি বা ফাইভজি ইন্টারনেট পরীক্ষা হবে আগামীকাল বুধবার। রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে এ পরীক্ষা চালাবে। এ ক্ষেত্রে সহায়তা দেবে দুই মোবাইল ফোন অপারেটর রবি ও টেলিটক। একই দিন একই ভেন্যুতে ‘বাংলাদেশ ফাইভজি সামিট’ এর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত দাওয়াতপত্রও বিলি করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি থেকে ওই সামিটের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। গত মাসের শেষ দিকে দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের এক আলোচনায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার প্রথম ফাইভজি’র পরীক্ষা চালানোর ঘোষণা দেন। এদিকে ফাইভজির পরীক্ষা চালাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি হুয়াওয়েকে এক সপ্তাহের জন্য স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে। বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে এ জন্য অনুমোদন দেয়া হয়। হুয়াওয়ে অবশ্য তিন মাসের জন্য স্পেকট্রামের আবেদন করেছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতিমধ্যে এ জন্য প্রস্তুতি চলছে জোরেশোরে। চীন থেকে হুয়াওয়ে প্রযুক্তি আনার অনুষ্ঠানিকতা শুরু করেছে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার প্রথম ফাইভজির পরীক্ষা চালানোর ঘোষণা দেন। বিভিন্ন উন্নত দেশে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ফাইভজি চলছে। চলতি বছরের শেষের দিকে অনেক বড় শহরে এর বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। তবে বাংলাদেশের বাজার এখনও ফাইভজি প্রযুক্তি ব্যবহারের পর্যায়ে যায়নি বলে মনে করেন টেলিকম খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, পঞ্চম প্রজন্মের প্রযুক্তি সেবা ব্যবহারে আরও অন্তত চার-পাঁচ বছর অপেক্ষা করতে হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাত্র ফোরজির ব্যবহার শুরু হয়েছে। এখনও অনেক শহরে ফোরজি প্রযুক্তির ইন্টারনেট ব্যবহার শুরু হয়নি। আর সব মিলে মাত্র ৪০ লাখের মতো সিম ফোরজিতে রূপান্তর কিংবা নতুন করে যুক্ত হয়েছে। নিয়মিত ব্যবহারকারী আরও কম। এর আগে ২০১৩ সালের ৮ সেপ্টেম্বরে দেশে থ্রিজির ব্যবহার শুরু হয়। নতুন নেটওয়ার্ক নিয়ে গবেষণায় হুয়াওয়ে ৬ হাজার ৪৭৮ কোটি টাকা বিনিয়োগ করছে। হুয়াওয়ের পাশাপাশি টিম, টেলুস ও অন্যান্য নেটওয়ার্ক সেবাদাতারাও ফাইভজি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com