মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯

প্রকাশিতঃ রোববার, ২৫ জুলাই ২০২১ ০১:৫৫:১৪ পূর্বাহ্ন

সিরিয়ার উত্তরাঞ্চল আবারও উত্তপ্ত, অতর্কিত হামলায় নিহত তুরস্কের ২ সেনা

সিরিয়া সীমান্তে আবারও তুরস্কের সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে সাঁজোয়া যানে থাকা তুরস্কের দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। তাৎক্ষণিকভাবে গুলি ছুঁড়ে হামলার জবাব দিয়েছে সেনারা।

শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। টুইটারে এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হামলার পর তুরস্কের সেনারাও যথাযথ জবাব দিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তুরস্ক যে এলাকায় ২০১৬ সালে আইএস এবং কুর্দিশ পিপলস প্রোটেকশন গ্রুপ (ওয়াইপিজি)- এর বিরুদ্ধে ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ চালিয়েছিল সে এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, আল-বাব এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে।

তবে এ হামলার পেছনে কারা জাড়িত বিষয়টি এখনো পরিষ্কার নয়। ওয়াইপিজিকে আঙ্কারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলোতে সম্প্রতি হামলার ঘটানা বেড়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় প্রাণ হারিয়েছেন দুই তুর্কি সেনা। 

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com