রোববার, ০৫ মে ২০২৪, ০১:২৩

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ০২:২১:১৪ অপরাহ্ন

জনতার রায় শিরোধার্য, বিজেপি ও মোদিকে অভিনন্দন রাহুলের

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার শুরুতেই ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থীদের জয়-জয়কার। ফের ক্ষমতায় ফেরার আনন্দে যখন উচ্ছ্বসিত দলটির কর্মী-সমর্থকেরা। ঠিক সে সময় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল প্রায় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি এই অভিনন্দন জানান। কংগ্রেস সভাপতি বলেন, দেশে অনেক মানুষই রয়েছেন, যারা কংগ্রেসকে চান। আমি বলব, আমি তাদের সবার পাশে রয়েছি। আমি দেশের মানুষকে স্বাগত জানাই, শ্রদ্ধা করি। কংগ্রেস সভাপতি আরও বলেন, আম জনতা স্পষ্ট মতামত জানিয়েছে- সেই রায়কে স্বাগত জানায়। প্রচারেই বলেছিলাম, জনসাধারণই মালিক। তাই জনতার রায় শিরোধার্য। এসময় আমেথিতে বিজয়ী স্মৃতি ইরানিকে অভিনন্দন জানিয়ে রাহুল বলেন, আশা করব, তিনি আমেথির মানুষের দেখভাল করবেন। কংগ্রেসের একনিষ্ঠ যে কর্মীরা ভোটের সময় দলের জন্য প্রাণ দিয়ে কাজ করেছেন, তাদেরও শুভেচ্ছা জানান তিনি। এ পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, মোদির দল ৩৪৫টি আসন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়েছিল। সূত্র: আনন্দবাজার
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com