বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:২৭

প্রকাশিতঃ শনিবার, ১৮ মে ২০১৯ ০৫:৪৮:৩২ পূর্বাহ্ন

আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরব : নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা আশাবাদী আমাদের (বিজেপি) সরকার তৈরি হবেই এবং আমরা একক সংখ্যাগোরিষ্ঠতা নিয়ে ফিরব। সপ্তম দফা ভোটের আগে প্রচার শেষ হওয়ার মুখে গেল পাঁচ বছরে এই প্রথমবার সাংবাদিক সম্মেলন করলেন মোদি, সেখানেই এমনটা দাবি করেন তিনি। তিনি বলেন, তাদের (বিজেপি) ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। দেশ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পরপর দু'বার একই সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে এসেছে এমনটা খুব বেশি বার হয়নি। নির্বাচনী কর্মসূচি সফল হয়েছে দাবি করে মোদি বলেন, আমরা অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি। আমার ১৪২ জনসভার, কোনটাই বাতিল করতে হয়নি। এই কর্মসূচি বলছে আমরা আবার সরকারি কাজে ফিরে যাব। এদিকে, প্রথম থেকেই সাংবাদিক সম্মেলন না করার জন্য সমালোচিত হতেন মোদি। কিন্তু এবার নির্বাচনের আগে বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। আর এবার সাংবাদিক সম্মেলনও করলেন তিনি, হলেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি। সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদিকে রাফাল যুদ্ধবিমান সম্পর্কিত একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেন, সব প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রীকেই দিতে হবে তার কোনও মানে নেই। এসময় তিনি; তাদের সরকার ৫ বছরে কী করেছে তার খতিয়ান তুলে ধরেন। সূত্র : এনডিটিভি
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com