রোববার, ০৫ মে ২০২৪, ০১:৫০

প্রকাশিতঃ সোমবার, ২২ এপ্রিল ২০১৯ ০৩:০৬:৫৩ অপরাহ্ন

শ্রীলঙ্কায় হামলায় ড্যানিশ ধনকুবেরের ৩ সন্তানের মৃত্যু

শ্রীলঙ্কার কলম্বোতে সিরিজ বোমা হামলায় ড্যানিশ ধনকুবের ও স্কটল্যান্ডের সবচেয়ে বড় শিল্পপতি অ্যান্ডার্স হোল পওলসেনের তিন সন্তান প্রাণ হারিয়েছেন। চার সন্তানের মধ্যে তিনজনের এই মৃত্যুতে শোকাহত পওলসেন। খবর গার্ডিয়ান'র। পওলসেনের সন্তানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাৎক্ষণিকভাবে ওই তিন সন্তানের পরিচয় জানানো হয়নি। এই তিনজন বেড়াতে গিয়েছিলেন ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে। ব্রিটেনের ফ্যাশন ও কসমেটিক সামগ্রীর অন্যতম বড় কোম্পানি ‘আসস’র মালিক এবং জার্মান কোম্পানি জালান্দোরও অংশীদার পওলসেন যুক্তরাজ্যভুক্ত দেশ স্কটল্যান্ডে ব্যবসা করলেও ড্যানিশ নাগরিক। ৪৬ বছর বয়সী পওলসেন গ্লেনফেশিসহ ১২টি আবাসন প্রতিষ্ঠানের মালিক। গ্লেনফেশি প্রায় ২ লাখ ২০ হাজার একর জমির কোম্পানি। উল্লেখ্য, রবিবার (২১ এপ্রিল) কলম্বো ও এর আশপাশে তিনটি গির্জা, চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। এতে সোমবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত ২৯০ জন নিহত হওয়ার খবর মিলেছে। আহত আছেন সাড়ে ৪শর বেশি মানুষ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com