রোববার, ১২ মে ২০২৪, ১১:৫৭

প্রকাশিতঃ সোমবার, ২২ এপ্রিল ২০১৯ ০৪:০২:৪১ পূর্বাহ্ন

কলম্বো বিমানবন্দরের কাছ থেকে পাইপ বোমা উদ্ধার

শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরের কাছ থেকে একটি পাইপ বোমা (ইমপ্রোভাইজড) উদ্ধার করেছে দেশটির বিমান বাহিনী। দেশীয় ওই পাইপ বোমাটি সফলভাবে নিষ্ক্রীয় করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির। পুলিশ সূত্র জানিয়েছে, রবিবার গভীর রাতে কলম্বো বিমাবন্দরের প্রধান টার্মিনালের দিকে যাওয়ার রাস্তার পাশে বোমাটি পাওয়া গেছে। এটি ছিল বিস্ফোরক ভর্তি একটি দেশে তৈরি পাইপ বোমা। বিমান বাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন গিহান সেনেভিরত্নে বলেন, ৬ ফুট দৈর্ঘের ওই ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসটি রাস্তার পাশে পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেশে তৈরি বলেই মনে হচ্ছে। তবে আমরা এটি বিমান বাহিনীর একটি জায়গায় নিরাপদে নিষ্ক্রীয় করেছি। উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের কয়েকটি গির্জা ও পাঁচ তাঁরা হোটেলে দফায় দফায় বোমা হামলার ঘটনায় ৩৫ বিদেশি পর্যটকসহ অন্তত ২০৭ জন নিহত ও আরও কমপক্ষে ৪৫০ জন আহত হয়েছেন। রবিবার সকালে ইস্টার সানডে উদযাপনের সময় এই সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com