সোমবার, ১৩ মে ২০২৪, ০১:৪০

প্রকাশিতঃ রোববার, ২১ এপ্রিল ২০১৯ ০৭:০৭:১৭ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা, নিহত ৪২

শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪২ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছেন। আজ রবিবার সকালে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রার্থনার সময় এসব হামলার ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পর কলোম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গীর্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গীর্জায় বোমা হামলা হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান। বার্তা সংস্থা এএফপি জানায়, হামলায় কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। তাদের কলম্বোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলম্বো ন্যাশনাল হাসপাতালের এককর্মী গণমাধ্যমকেক জানান, প্রাথমিকভাবে আটজনের চিকিৎসা শুরু হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই রোগীর সংখ্যা বাড়তে থাকে। তবে আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। কলোম্বো পুলিশ বলছে, কারা এ বোমা হামলা করেছে তা এখনও পরিষ্কার নয়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com