শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:১৩

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ ০৮:১০:১৭ পূর্বাহ্ন

লিবিয়ায় গৃহযুদ্ধ: ৪ দিনে সরিয়ে নেওয়া হয়েছে ৩০০ বাংলাদেশিকে

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় চলমান গৃহযুদ্ধকে কেন্দ্র করে অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত চার দিনে অন্তত ৩০০ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। গত বুধবার পর্যন্ত প্রায় ৩০০ বাংলাদেশি কর্মীকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রেড ক্রিসেন্ট এবং নিয়োগকর্তাদের সহযোগিতায় তাদের সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে গণমাধ্যমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বলেন, লিবিয়ার যুদ্ধ এলাকা থেকে যারা দেশে ফিরতে চাইবেন তাদের দেশে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, সব মিলিয়ে উত্তর আফ্রিকার দেশটিতে প্রায় ২০ হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের মধ্যে রাজধানী ত্রিপোলির আশপাশে অন্তত ৪ হাজার বাংলাদেশি থাকতে পারেন বলে। এর আগে গত ১৩ এপ্রিল বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে দূতাবাসের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে অনুরোধ জানানো হয়। প্রসঙ্গত, গত ৮ এপ্রিল প্রায় দুই সপ্তাহ ধরে জাতিসংঘ স্বীকৃত ফয়েজ আল শারাজের নেতৃত্বাধীন লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারকে হটিয়ে ত্রিপোলি দখলের অভিযানে নেমেছেন সেনাপ্রধান জেনারেল খলিফা হাফতার। গৃহযুদ্ধের কারণে এ পর্যন্ত প্রায় ১৮০ জন নিহত এবং আট শতাধিক লোক আহত হয়েছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com