রোববার, ০৫ মে ২০২৪, ১১:২৯

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ ০৪:৫৬:৫৮ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের স্কুলে হিজাব নিষিদ্ধ ঘোষণা

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হওয়ার পর দেশটির সরকার মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো সত্ত্বেও অকল্যান্ডের শীর্ষস্থানীয় স্কুলে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। স্কুলের একজন শিক্ষকের বরাত দিয়ে তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড টেলিভিশনের অনলাইনে বলা হয়েছে, ডায়োসেস স্কুল ফর গার্লসের অধ্যক্ষ বুধবার স্টাফদের নির্দেশ দিয়েছেন, ইসলামি হিজাব ড্রেস কোড লঙ্ঘন করে। তাই এটা পরে স্কুলে আসলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক বলেন, স্কুলের কিছু শিক্ষার্থী হিজাব পরতে না পারার বিষয়ে তাদের এক সহপাঠী উদ্বেগ প্রকাশের পর এই ঘোষণা দেওয়া হলো।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com