শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:০২

প্রকাশিতঃ সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ ১০:৫৪:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশে ট্রেনের ১৫টি বগি পাঠালো ইন্দোনেশিয়া

বাংলাদেশে ট্রেনের ১৫টি বগি পাঠালো ইন্দোনেশিয়া। দেশটির রাষ্ট্রীয় ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেটা আপি (ইনকা) রবিবার এই বগিগুলো পাঠায়। চলতি বছর ইন্দোনেশিয়া থেকে ২৫০টি বগি কিনবে বাংলাদেশ। এর মধ্যে প্রথম ধাপে এই ১৫টি বগি পাঠালো দেশটির রাষ্ট্রীয় ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান ইনকা। এর আগে ২০০৬ ও ২০১৬ সালে ইন্দোনেশিয়া থেকে ২০০ ট্রেনের বগি আমদানি করেছে বাংলাদেশ। রবিবার ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আয়ারলাঙ্গা হার্টারতো সুরাবায়ার তানজাঙ্গ পেরাক বন্দরে এক অনুষ্ঠানে ট্রেনের এই বগিগুলো উন্মোচন করেন। অনুষ্ঠানে ইনকার সভাপতি পরিচালক বুদি নভিয়ানতোরো বলেন, পিটি ইনকা ২০১৭ সালে বাংলাদেশ রেলওয়ের ১০০.৮৯ মিলিয়ন মার্কিন ডলারের এই টেন্ডারটি জিতে নেয়। তিনি আরও বলেন, এর আগে ২০১৬ সালে ৭৯.৩৯ মিলিয়ন মার্কিন ডলারে ১৫০টি এবং ২০০৬ সালে ১৩.৮ মিলিয়ন ডলারে ৫০টি বগি বাংলাদেশকে সরবরাহ করে। সূত্র: জাকার্তা পোস্ট।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com