শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪২

প্রকাশিতঃ রোববার, ২০ জানুয়ারী ২০১৯ ০৬:০৬:৫৭ অপরাহ্ন

লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে ১১৭ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে আফ্রিকার শরণার্থীদের দুটি পৃথক নৌকা ডুবে ১১৭ জনের মৃত্যু হয়েছে। ইতালিয়ান নৌবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি জানায়, শনিবার দুই নৌকা ডুবিতে ১১৭ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। মরক্কো ও স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের উদ্ধারের চেষ্টা করছে। তবে আর্ন্তজাতিক শরণার্থী সংস্থা নিহতদের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এর আগে গত বছর ২ হাজার ২শ শরণার্থী সমুদ্র পাড়ি দিতে গিয়ে মারা যায়। জাতিসংঘের শরণার্থী হাইকমিশনার ফিলিপ্পো গ্রানডি এক সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপের দোরগোড়ায় মৃত্যুবরণকারী সংখ্যালঘুদের থেকে আমরা আমাদের অন্ধ চোখ ঘুরিয়ে নিতে পারি না। তিনি বলেন, শরণার্থীদের সমুদ্রে দুর্দশায় জীবন বাঁচাতে কোনো প্রচেষ্টা বা তাদের রক্ষা করা উচিত। উন্নত জীবনের আশায় আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থীরা লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। মানবপাচারকারীদের খপ্পরে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট ছোট্ট নৌকায় গাদাগাদি করে সমুদ্র পাড়ি দেয় তারা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com