সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫৮

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ ০৩:০৩:৫৬ পূর্বাহ্ন

কাশ্মীর ইস্যুতে গণভোট চান ইমরান খান

কাশ্মীর ইস্যুতে গণভোট চাওয়ার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। এতে মৃত্যু হয়েছে সাত কাশ্মীরির। নিহত হয় তিন জঙ্গি৷ এরপরই পাক সরকারের পক্ষ থেকে টুইটে এ প্রতিক্রিয়া দেওয়া হয়৷ পুলওয়ামার ঘটনার পরিপ্রেক্ষিতে ইমরান খানের ছবি সহ লেখা হয়েছে- ‘ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় নিরাপত্তারক্ষীদের দ্বারা নিরীহ কাশ্মীরিদের হত্যার আমি কঠোর সমালোচনা করছি৷ হিংসা ছড়িয়ে নয় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব৷ কাশ্মীরে ভারতের পক্ষ থেকে করা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমরা জাতিসংঘের কাছে নিয়ে যাবো৷ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দেওয়া কাশ্মীর গণভোটের প্রতিশ্রুতি পূরণের দাবি করব৷’’ সাত কাশ্মীরির মৃত্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যটিতে৷ ঘটনার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য কাশ্মীরের জনগণকেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেওয়া করতে উচিৎ৷
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com