মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩২

প্রকাশিতঃ সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ০১:০০:৫২ অপরাহ্ন

ভারতে ইট দিয়ে বাড়ি তৈরি নিষিদ্ধ হতে পারে!

পোড়া মাটির ইট দিয়ে বাড়ি তৈরি নিষিদ্ধ করতে পারে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। দূষণ ঠেকাতে এ ধরনের সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা চলছে বলে দেশটির গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের বরাত দিয়ে জি নিউজ বলছে, বাড়ি তৈরিতে পোড়া মাটির ইটের বদলে কী ব্যবহার করা যায় সেবিষয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে। ভারতের গণপূর্ত দপ্তরের কর্মকর্তারা বলছেন, পোড়া মাটির ইট তৈরিতে ভাটায় ব্যাপক পরিমাণে কয়লা ও জ্বালানি কাঠ ব্যবহার করতে হয়। ইটভাটায় পোড়ানো কয়লা ও জ্বালানি কাঠ থেকে সৃষ্ট ধোঁয়া পরিবেশের জন্যে মারাত্মক ক্ষতি বয়ে আনে। সংশ্লিষ্ট এলাকার মানুষ, বিভিন্ন ধরনের প্রাণী এবং জীবজগতের জন্যও এটি হুমকি। দেশটির কর্মকর্তারা বলেছেন, ইটভাটার দূষণ রোধে পোড়ামাটির ইট ব্যবহারে লাগাম টানা প্রয়োজন। সেক্ষেত্রে বিকল্প কী হতে পারে তা নিয়ে চিন্তা-ভাবনা করছে দফতর। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় গণপূর্ত দপ্তরের এক কর্মকর্তা বার্তাসংস্থা পিটিআইকে বলেন, বর্তমানে দূষণহীন ইট তৈরির বহু পদ্ধতি রয়েছে। বর্জ্য পদার্থ ব্যবহার করেও ইট তৈরি হচ্ছে। আমরা সে ধরনের ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে প্রথমের দিকে কেন্দ্রীয় প্রকল্পগুলোতে পোড়া মাটির ইটের ব্যবহার বন্ধ করা হবে। গত অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্ট ইটভাটার দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরিবেশ দূষণ কমিয়ে আনতে ইটভাটাগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেন আদালত।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com