শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:২৯

প্রকাশিতঃ সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ ১২:২৪:২৭ অপরাহ্ন

চীনে মুসলমানদের আত্মসমর্পণের নির্দেশ!

চীনের জিনজিয়াং প্রদেশে কর্তৃপক্ষ যেসব মুলমানদের সন্দেহের চোখে দেখে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। চরমপন্থা, সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী বিশ্বাসী এবং বিদেশি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাদের আত্মসমর্পণের এ নির্দেশ দেয়া হয়েছে। তবে যেসব মুসলমান ইসলামিক নিয়মকানুন মেনে চলেন বা ইসলামিক পদ্ধতিতে জীবনযাপন করেন তাদেরও একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। চীনের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার হামি শহরের সরকার এই নির্দেশনাবিষয়ক নোটিশ প্রকাশ করেছে। খবর রয়টার্সের। প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবে তাদের অপরাধ ক্ষমার দৃষ্টিতে দেখা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চীন উইঘুর মসুলিমকে বন্দিশিবিরে আটকে রেখেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহল ব্যাপক সরব হয়ে ওঠায় দেশটি সমালোচনার মুখে পড়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com