শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:১১

প্রকাশিতঃ শনিবার, ১৭ নভেম্বর ২০১৮ ০৫:২৭:৪৩ পূর্বাহ্ন

লাল কেল্লা দখলের হুমকি পাকিস্তানের মন্ত্রীর!

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লা দখলের হুমকি দিয়ে এক টুইটে পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মুহাম্মদ খান লিখেছেন, নিজেদের চার প্রদেশের পাশাপাশি আরও অনেক কিছুর উপর আধিপত্য কায়েম রাখার ক্ষমতা রয়েছে পাকিস্তানের। ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লাও একদিন পাকিস্তানের দখলেই থাকবে! ব্রিটেনে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদির মন্তব্যের জবাবে তিনি টুইটে এসব লিখেন। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটি আলোচনা সভায় আফ্রিদি বলেন, ‘‘আমার মনে হয় পাকিস্তান কাশ্মীর চায় না। এমনকি ভারতকেও ওই রাজ্য দেওয়া উচিত নয়। মানবিকতার স্বার্থে কাশ্মীরকে স্বাধীন দেশের মর্যাদা দেওয়া উচিত। ’’ একই সঙ্গে ‘পাকিস্তান নিজের চারটি প্রদেশই সামলাতে পারছে না’ বলেওমন্তব্য করেন তিনি। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতীয় মিডিয়া তার বক্তব্যের ভুল ব্যাখা করেছে বলে দাবি করেছেন আফ্রিদি। বলেছেন, ‘কাশ্মীর একটি অমীমাংসিত সমস্যা। ভারত জোর করে ওই রাজ্য দখল করেছে। কাশ্মীর পাকিস্তানেরই!’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com