শনিবার, ০৪ মে ২০২৪, ১১:১৬

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ ১২:১২:২৩ অপরাহ্ন

ইসরাইলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত রোববার দুই হামাস নেতাসহ সাত ফিলিস্তিনিকে হত্যার পর সোমবার আবারও নির্বিচারে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরার। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার নতুন করে ইসরাইলি বিমান হামলা চালালে আরও অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন ইসরাইলি বাহিনী গাজায় অনুপ্রবেশ করে গুপ্ত হামলা চালিয়ে সাত ফিলিস্তিনিকে হত্যা করে। আলজাজিরার খবরে আরও বলা হয়েছে, ২০১৪ সালের পর দেশ দুটির মধ্যে এত ভয়াবহ যুদ্ধ আর হয়নি। এদিকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস জানিয়েছে, সোমবারের বিমান হামলায় তাদের টেলিভিশন স্টেশনের ভবন ধ্বংস হয়ে গেছে। তবে আল-আকসা টেলিভিশনে চালানো হামলায় কতজন হতাহত হয়েছেন, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমান হামলার পাশাপাশি ইসরাইলি বাহিনী জনবহুল গাজা উপত্যকার বিভিন্ন অবস্থানে গোলাবর্ষণ করেছে। ইসরাইলের দাবি, দিনের শুরুর দিকে গাজা উপত্যকা থেকে ইসরাইলে কয়েকশ রকেট হামলা চালানোর পর তারা পাল্টা জবাব দিয়েছে। ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনিদের ছোড়া ৩০০ মিসাইলের প্রায় সবই তাদের আইরন ডোম সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু একটি মিসাইল ইসরাইলের একটি বাসে, আরেকটি দক্ষিণাঞ্চলের একটি ভবনে আঘাত হানে। ওই হামলায় এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন। উল্লেখ্য, এ বছরের ৩০ মার্চ থেকে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ভূমি ফেরত দেয়ার দাবিতে আন্দোলন শুরুর পর থেকে ইহুদিবাদী দেশটির সেনাদের গুলিতে এ পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com