বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:১৯

প্রকাশিতঃ বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ ০৮:২৮:৪৭ পূর্বাহ্ন

মার্কিন বিমান হামলায় আল শাবাবের ৬০ সদস্য নিহত

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় উগ্রবাদী সংগঠন আল শাবাবের অন্তত ৬০ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মুডাগপ্রদেশের ওই বিমান হামলাটি ২০১৭ সালের পর সবচেয়ে বড় হামলা। একই স্থানে ২০১৭ সালের হামলায় নিহত হয়েছিলেন প্রায় ১০০ জন। খবর আলজাজিরা। ওই বিমান হামলাটি আল শাবাব নিয়ন্ত্রিত মুডাগপ্রদেশের হারারদেরে এলাকায় চালানো হয়। তবে হামলায় কোনো বেসামরিক হতাহত হয়নি বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে। জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে সোমালি বাহিনীর সঙ্গে এক যৌথ অভিযানের অংশ হিসেবে হামলাটি চালানো হয়। আল কায়েদার সঙ্গে যুক্ত এ আল শাবাব গোষ্ঠীর বিরুদ্ধে চলতি বছরে দুই ডজনেরও বেশি বিমান হামলাসহ ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে ২০১৭ সালে পর সোমালিয়ায় মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধি করতে দেশটিতে আরও পাঁচ শতাধিক সেনাসদস্য আনা হয়েছে। অন্যদিকে আল শাবাব গোষ্ঠীর সদস্যরা সোমালিয়ার রাজধানী ও আশপাশে শহরের বড় বড় হোটেল ও চেকপয়েন্টকে লক্ষ্য করে একর পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com