রোববার, ১৯ মে ২০২৪, ১২:০৭

প্রকাশিতঃ শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮ ০৫:২৬:১১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানের সংসদে ভোট আজ

প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানের সংসদে ভোট আজ। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ছিল প্রধানমন্ত্রীর প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। এদিকে, পিটিআইবিরোধী জোট গড়লেও শেষ পর্যন্ত শাহবাজকে সমর্থন দিচ্ছে না বেনজির ভুট্টোর দল পিপিপি। তাই পরিসংখ্যান বলছে, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানই নিশ্চিত। এর আগে, বুধবার স্পিকার পদে আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার পদে কাসিম সুরি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরই নতুন স্পিকার আসাদ কায়সার প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেন। প্রধান বিরোধী দল নওয়াজের পিএমএল-এন ইমরানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে ১১ দলীয় গড়ে। তবে প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন নিয়ে নির্বাচনে তৃতীয় স্থানে থাকা পিপিপির সঙ্গে ঐকমত্যে পৌঁছতে পারেনি দলটি। এ ব্যাপারে ডনের খবরে বলা হয়েছে, বুধবার ইমরান খানের মনোনয়নপত্র জমা দেয়া হয়। পিটিআই’র শরিক আওয়ামী মুসলিম লীগের (এএমএল) প্রধান শেখ রশিদ সংসদে স্পিকারের নিকট এ মনোনয়নপত্র জমা দেন। গত ৬ আগস্ট পিটিআই’র সংসদীয় কমিটি ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করে। অন্যদিকে, পিএমএল-এনের জ্যেষ্ঠ তিন নেতা খাজা আসিফ ও আহসান ইকবাল একইদিন শাহবাজ শরিফকে প্রার্থী করে মনোনয়নপত্র জমা দেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com