শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৪৭

প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:০২:০০ পূর্বাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো পাপুয়া নিউগিনি

৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো পাপুয়া নিউগিনি। শক্তিশালী এ ভূমিকম্পের পর ওই এলাকায় তেল ও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার সকালে দেশটির দক্ষিণ হাইল্যান্ডস প্রদেশে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। ইউ এস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) বলছে, এঘটনার পর দেশটির অভ্যন্তরে তেল ও গ্যাস কোম্পানির জরুরি অপারেশন স্থগিত রয়েছে। রাজধানী পোর্ট মোরসবি থেকে ৫৬০ কিলোমিটার দূরে দেশটির প্রধান দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্রের একজন মুখপাত্র টেলিফোনে বলেছেন, ভূমিকম্পে আক্রান্ত এলাকাটি অনেক দূরে। যোগাযোগ বিচ্ছিন্নের কারণে সংস্থাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে পারছে না। কী পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে তাও নিশ্চিত করে বলতে পারছে না।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com