বুধবার, ০১ মে ২০২৪, ১২:৪২

প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮ ০৬:৫৭:২৪ পূর্বাহ্ন

যৌন কেলেঙ্কারির দায়ে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

সাবেক কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে রাজনৈতিক চাপের মুখে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বার্নবি জয়েস। তিনি জোট সরকারের অংশীদার ন্যাশনাল পার্টির শীর্ষ পদ থেকেও সোমবার অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন।-খবর বিবিসি অনলাইন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার রাজনীতিতে আলোচিত এ ঘটনার মধ্যে শুক্রবার জয়েস মন্ত্রিসভা থেকে পদত্যাগের এ ঘোষণা দিলেন। উপপ্রধানমন্ত্রীর পদ ছাড়লেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি। নিজের সাবেক গণমাধ্যম সেক্রেটারির সঙ্গে জয়েসের সম্পর্ক নিয়ে সপ্তাহখানেক ধরেই বেশ সরগরম অস্ট্রেলীয় রাজনীতি। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও তার কড়া সমালোচনা করেন। মন্ত্রীরা যেন তাদের কর্মচারীদের সঙ্গে যৌন সম্পর্কে না জড়ান সে বিষয়েও তাদের সতর্ক করেন তিনি। জয়েসকে মন্ত্রীর পদ থেকে অপসারণের ক্ষমতা থাকলেও অস্থিতিশীলতার আশঙ্কায় বিষয়টি এড়িয়ে গেছেন টার্নবুল। প্রতিনিধি পরিষদের ক্ষমতাসীন জোট মাত্র একটি আসনে এগিয়ে আছে। সেই আসনটি ধরে রেখে জয়েস দেশটির বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে সহযোগিতা করছেন বলে ধারণা পর্যবেক্ষকদের। এর মধ্যেই শুক্রবার নিজের সংসদীয় আসন সিডনির উত্তর-পূর্বের মফস্বল শহর আর্মিডেলে এক সংবাদ সম্মেলনে জয়েস তার পদ ছাড়ার ঘোষণাকে সার্কিট ব্রেকার অ্যাখ্যা দেন তিনি। নিজ আসনে খুবই জনপ্রিয় জয়েসের পদ থেকে সরে দাঁড়ানোয় নতুন করে প্রতিকূলতার মুখে পড়তে হবে ম্যালকম টার্নবুলকে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com