সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৫

প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮ ০৬:৫৫:৩৮ পূর্বাহ্ন

গান-বাজনায় মাতলো সৌদি আরব

ধর্মের দিক দিয়ে বেশ রক্ষণশীল দেশ সৌদি আরব। দেশটির বিভিন্ন স্থান মুসলিমদের কাছে পবিত্র হওয়ার কারণে ইসলামের নিষেধাজ্ঞাগুলো মেনে চলার বিষয়ে বেশ কড়াকড়ি দেশটির সরকারের। তবে হাওয়া বদলাতে শুরু করেছে। আর এই হাওয়া বদলের মূলে রয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। বদলের ছোঁয়ায় সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গানের কনসার্ট উৎসব। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির রাজধানী রিয়াদের একটি হোটেল মেতে ওঠে ওই উৎসবে। সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবারের ওই গানের উৎসবে উপস্থিত ছিলেন দুই হাজারের বেশি শ্রোতা। গানের তালে তালে খাবার-পানীয় উপভোগ করেন তারা। আর দর্শক মাতাতে সেখানে উপস্থিত ছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু ব্যান্ড। তিন দিনের উৎসবের প্রথম দিনে বেশ দর্শকের সমাগম হয়েছে বলে উল্লেখ করেন সৌদি আরবের টাইম এন্টারটেইনমেন্ট নামের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওবাদ আওয়াদ। টাইম এন্টারটেইনমেন্ট গানের উৎসবটি পরিচালনার দায়িত্বে রয়েছে। ওবাদ আওয়াদ বলেন, আগামী দুদিনে আরও দর্শকের উপস্থিতি দেখা যাবে। এরই মধ্যে সৌদিতে বেশ কয়েকটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে বিনোদনকেন্দ্র নির্মাণ, নারীদের গাড়ি চালানো, সিনেমা হল স্থাপন, নারীদের স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার অনুমতিসহ আরও অনেক কিছু।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com