শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫০

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ ১১:২৪:০০ পূর্বাহ্ন

শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেয়ার প্রস্তাব ট্রাম্পের

স্কুলে ঢুকে নির্বিচার গুলি চালিয়ে হত্যা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেয়ার প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার স্কুলে গুলিয়ে চালিয়ে ১৭ জন হত্যার পর যুক্তরাষ্ট্রে যখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে, তখনই প্রেসিডেন্ট ট্রাম্পের এমন প্রস্তাব এলো। তিনি বলেন, শিক্ষকের হাতে বন্দুক থাকলে খুব দ্রুতই তিনি যে কোনো হামলা ঠেকিয়ে দিতে পারবেন। অস্ত্রের ক্রেতাদের অতীত ইতিহাস আরও ভালোভাবে খতিয়ে দেখার যে দাবি উঠেছে, তার প্রতিও সমর্থন জানিয়েছেন ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের এক দল শিক্ষার্থীকে সাক্ষাৎ দিয়ে তিনি বলেন, আমরা খুব কঠোরভাবে ক্রেতার অতীত পরীক্ষা করে দেখব। মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেব। ট্রাম্প বলেন, হামলাকারীরা হল কাপুরুষ। স্কুল যেহেতু অস্ত্রমুক্ত এলাকা, এটি তাদের উৎসাহিত করে। তারা মনে করে, ভেতরে যেহেতু কারো হাতে অস্ত্র নেই, ঢুকে গুলি করে দিলেই হয়। তিনি বলেন, কিন্তু একজন শিক্ষকের কাছে যদি লুকানো একটি অস্ত্র থাকে, তাকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তা হলে ওই অস্ত্রমুক্ত এলাকাটা আর থাকবে না। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে কলেজ ক্যাম্পাসে অস্ত্র বহনের বৈধতা থাকলেও ফ্লোরিডার আইনে সে সুযোগ নেই।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com