শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৩৫

প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:৪০:৩১ পূর্বাহ্ন

ইসরাইলি বাধায় চিকিৎসা নিতে না পেরে ১ বছরে ৫৪ ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা উপত্যকার বাইরে চিকিৎসা নিতে না পারায় গত এক বছরে ৫৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরাইল এসব রোগীর চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে অনুমতি দেয়নি। -খবর আলজাজিরা। গাজাভিত্তিক মানবাধিকার সংস্থা আল মেজান সেন্টার ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, মেডিক্যাল এইডস ফর প্যালেস্টিনিয়ানস (এমএপি) ও ফিজিশিয়ানস পর হিউম্যান রাইটস ইসরাইল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গাজা উপত্যকার ওপর কয়েক দশকের অবরোধ উঠিয়ে নেয়ার প্রতি গুরুত্ব দিয়েছে এসব সংগঠন। গত বছরে ইসরাইলের কাছে চিকিৎসার অনুমতি চেয়ে যেসব আবেদন পড়েছিল, তাদের অর্ধেক রোগী প্রত্যাখ্যাত হয়েছেন। ২০০৮ সালের পর রোগীদের চিকিৎসা নিতে এত কম অনুমোদন দেয়ার ঘটনা আর কখনও ঘটেনি। চিকিৎসা নিতে ইসরাইলের কাছে ২৫ হাজার আবেদন পড়লে, নিরাপত্তার কথা বলে তাদের মধ্যে ৭১৯ জনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আর ১১ হাজার ২৮১টি আবেদন স্থগিত রাখা হয়েছে। তাদের এখনও অনুমোদন দেয়া হয়নি। চিকিৎসার অনুমতি নিতে না পারায় কয়েক হাজার রোগী ঝুঁকিতে রয়েছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com