মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৩৫

প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:৩৯:০২ পূর্বাহ্ন

কাশ্মির নিয়ে ফের ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

ফের উত্তপ্ত হয়ে উঠছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। চলছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি। তারই জের ধরে এবার পাকিস্তান সরকার কাশ্মির সীমান্তে তার দেশের সেনা অবস্থানের ওপর অব্যাহত হামলা ও ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের ব্যাপারে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দিয়ে বলেছে, কাশ্মির এলাকা কিংবা সীমান্তে যেকোনো ঘটনা ঘটলে ভারতীয় কর্মকর্তারা কোনো তথ্য প্রমাণ ছাড়াই সেসবের দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা চালান। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে নানা ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে ভারত সরকার আসলে সেদেশে কাশ্মিরি জনগণের আন্দোলন দমনের চেষ্টা করছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com