বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:১০

প্রকাশিতঃ সোমবার, ২২ জানুয়ারী ২০১৮ ০৮:২৬:২৩ পূর্বাহ্ন

তুরস্কে আলোচনায় সেই ফেতুল্লা গুলেন, সন্ত্রাসীদের পক্ষ নেয়ার অভিযোগ

আবার আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত তুরস্কের ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ফেতুল্লা গুলেন। তুরস্ক সরকার যাকে ২০১৬ সালের জুলাইয়ে ব্যর্থ অভ্যুত্থানের পেছনের মূল নায়ক হিসেবে অভিযুক্ত করেছে। যে অভ্যুত্থানের সময় কমপক্ষে ২৫০ জন নিহত ও ২ হাজারের উপর আহত হয়েছিল। এবার সেই ফেতুল্লা গুলেনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনছে তুরস্ক সরকার। তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আফরিন অঞ্চলের ডিওয়াইডি, কেকেপি, কেসিকে, পিওয়াইজি ও পিওয়াইডিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখছে তুরস্ক সরকার। এদেরকে নির্মূলের লক্ষ্যে গত শনিবার থেকে আফরিনে সেনা অভিযান চালাচ্ছে তুরস্ক। এরদোগান সরকারের দাবি, আফরিন অঞ্চলের সন্ত্রাসী সংগঠনগুলোর পক্ষ নিয়েছে (দ্যা ফেতুল্লা ট্যাররিস্ট অরগানাইজেশন)। এনিয়ে তরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, দেশ থেকে পালিয়ে যাওয়া ফেতুল্লা গুলেনের এক সদস্য একসপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আফরিনে সেনা বাহিীর চলমান অভিযানের সমালোচনা করছে। সীমান্ত নিরাপত্তা প্রতিষ্ঠা ও সন্ত্রাসীসের প্রবেশ ঠেকাতেই এই অভিযান চালানো হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশ থেকে পালিয়ে যাওয়া ফেতুল্লা গুলেনের এক সদস্য ও সাবেক টুডে জামান পত্রিকার আনকারা প্রতিনিধি আব্দুল্লাহ বজকরত দাবি করেছেন, এই অপারেশন জনগণকে উত্তেজিত করবে। ধর্মীয় উগ্রতাকে উৎসাহী করবে। পালিয়ে যাওয়া ফেতুল্লা গুলেনের আরেক সদস্য ইরমি উসলু দেশের বিভিন্ন মসজিদগুলোতে গিয়ে তুরস্কের এই অপারেশনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। তিনি মানুষকে বুঝাচ্ছেন যে, সেনাবাহিনীর এই অপারেশন মুসলমানদের মধ্যে ধর্মীয় বিভক্তি সৃষ্টি করবে
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com