সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০৯

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮ ০৪:৩৪:৩৬ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১২, আহত ৬৫

নাইজেরিয়ার বোর্নো প্রদেশের একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৬৫ জন। আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। বোর্নো প্রদেশের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ) জানিয়েছে, বুধবার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে সন্দেহভাজন বোকো হারাম সংগঠনের সদস্যরা ওই হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে বোর্নো প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। ২০০৯ সাল থেকেই বোর্নো প্রদেশে সহিংসতা শুরু করেছে জঙ্গিরা। সেনাবাহিনীর একের পর এক অভিযানের পরেও বোকো হারামের হামলা কমছে না। বেসামরিক নাগরিক এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েই যাচ্ছে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থা সংস্থার মুখপাত্র আবদুল কাদির ইব্রাহিম বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা ৪জন নারী এই হামলা চালায়। জরুরি উদ্ধারকারী দল আহত ৬৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেন ও হাসপাতালে নিয়ে যান। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিউজ এজেন্সি অব নাইজেরিয়া জানিয়েছে, এই হামলা দুইজন পুরুষ হামলকারী চালিয়েছে। আর এতে নিহত হয়েছেন ১২ জন। আহতের সংখ্যা ৪৮। পুলিশ কমিশনার ডেমিয়েন চুক্কু বলেছেন, মুনা গ্যারেজের বাইরে একটি ব্যস্ত বাজারে হামলা চালায় এক হামলাকারী। আরেকজন ভয় পেয়ে সাথে সাথেই বোমার বিস্ফোরণ ঘটান এবং নিজেই ছিন্নভিন্ন হয়ে যান। মাইদুগুরি টিচিং ইউনিভার্সিটি হাসপাতালে হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে। ২০১৮ সালে এটাই মাইদুগুরিতে প্রথম আত্মঘাতী হামলা। এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com