বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ০১:৪০

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ ০৪:১৪:৩৭ পূর্বাহ্ন

ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১৭, আটকা পড়েছে শত শত মানুষ

ক্যালিফোর্নিয়া: ক্যালিফোর্নিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এখনও আটকা পড়ে আছেন শত শত মানুষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে দাবানলের কারণে হওয়ায় অনেক এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও ভূমিধস হয়েছে। মূল উপকূলে ৪৮ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে আছে। এতে আরো বলা হয়, এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় মন্টেসিটো শহর। এই শহরেই সবচেয়ে বেশি হতাহত হয়েছে। ভূমি ধসের পর রাস্তায় কাদা জলের পাশাপাশি বড় বড় পাথর পড়ে থাকতে দেখা গেছে। এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শতাধিক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩০০ বাড়ি। হাজার হাজার মানুষ ঘটনাস্থল থেকে পালিয়ে আসছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। জরুরি বিভাগ থেকে জানানো হয়, অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তবে নিহতের পরিচয় নিশ্চিত করেননি কর্মকর্তারা। মঙ্গলবার অন্তত ২০ জন দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং চারজনের অবস্থা গুরুতর। পরদিন আরও ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com