শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৩৮

প্রকাশিতঃ রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ ০৯:২৬:৫৯ পূর্বাহ্ন

গরুপ্রেম: ভারতে নিউমোনিয়া-অনাহারে ৪৬টির মৃত্যু

যেখানে ১৫০টি গরু থাকার কথা সেখানে গাদাগাদি করে রাখা হত ৪৮০টি। নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ। অযতœ অবহেলার ছবি চতুর্দিকে। টানা বৃষ্টিতে ভিজছে গরুগুলো। সব মিলিয়ে যাকে বলে ‘নরক’ যন্ত্রণার মধ্যেই নিউমোনিয়া আর অনাহারে ৪৬টি গরুর মৃত্যু হয়েছে ভারতের অন্ধ্রের কাকিনারার এই গোশালায়। ঘটনা জানাজানি হতেই গোশালার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। গোশালার কর্মকর্তাদের দাবি, অবহেলা নয়, বৃষ্টির কারণে অনেক বেশি সংখ্যক গরুকে উদ্ধার করে এই গোশালায় রাখা হয়েছিল। কোনো উপায়ও ছিল না তাদের কাছে। সেই কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। গোশালাটি পরিচালনার দায়িত্বে ছিল সোসাইটি ফর প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যালস (এসপিসিএ)। তবে অবহেলার অভিযোগ মানতে চাননি সংস্থার কর্মকর্তারা। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের যুগ্ম অধিকর্তা ভি ভেঙ্কটেশ রাও জানিয়েছেন, অতিবৃষ্টিতে ভিজেই গরুগুলি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। আর তাতেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া অনাহারেও অনেক গরু মারা গেছে। বেশ কয়েকটি গরুর অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য গোশালায় স্থানান্তরিত করা হয়েছে একাধিক গরুকে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা কালেক্টর কার্তিকেয় মিশ্র। গোশালাগুলোর রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য একটি কমিটি গঠন করেছেন তিনি। এই কমিটির নেতৃত্বে রয়েছেন স্থানীয় রাজস্ব উন্নয়ন কর্মকর্তা। আরডিও রঘুবাবু ইতিমধ্যেই গোশালাটি পরিদর্শন করেছেন। তার অভিযোগ চূড়ান্ত অবহেলায় রাখা হয়েছে গরুগুলোকে। যদিও এসপিসিএ–র কর্মকর্তারা পুরো অভিযোগই উড়িয়ে দিয়েছেন। পুলিশি অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com