শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:১৯

প্রকাশিতঃ শনিবার, ০৯ ডিসেম্বর ২০১৭ ০৪:৪৫:৩২ পূর্বাহ্ন

ট্রাম্পের ঘোষণার পরিণতির দায় শুধুমাত্র আমেরিকার: ইরান

ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে মধ্যপ্রাচ্যের সব সংকটের মূল কারণ বলে উল্লেখ করেছে ইরান। তেহরান অভিযোগ করেছে, এই দখলদারিত্বকে বৈধতা দেয়ার লক্ষ্যেই জেরুজালেম বা আল-কুদস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলামআলী খোশরু এই অভিযোগ করেন। তিনি ট্রাম্পের ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। খোশরু বলেন, আল-কুদস বা বায়তুল মুকাদ্দাস শহরের ওপর ফিলিস্তিনিদের একচ্ছত্র অধিকারকে অস্বীকার করা হলে ফিলিস্তিন পরিস্থিতির অবনতি ছাড়া অন্য কোনো ফল বয়ে আসবে না। আন্তর্জাতিক সমাজ ট্রাম্পের এই পদক্ষেপের পরিণতির জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করবে বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্য শান্তির ব্যাপারে আমেরিকাকে স্ববিরোধী অবস্থানে দাঁড় করিয়েছেন। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে সব আন্তর্জাতিক আইন ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করছে বলে তিনি অভিযোগ করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার পরপরই এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে ওই ঘোষণাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। বিশ্বের আরো বহু দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ট্রাম্পের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম শহর দখল করে নেয়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com