শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫৬

প্রকাশিতঃ শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ০৪:২১:২৯ পূর্বাহ্ন

জেরুজালেমকে ইসরাইলি রাজধানীর মার্কিন স্বীকৃতিতে ঢাকার উদ্বেগ

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সাম্প্রতিক মার্কিন ঘোষণায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। এতে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই রাষ্ট্র সমাধানে পৌঁছাতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী জেরুজালেমের আইনগত মর্যাদা সুরক্ষায় গুরুত্ব দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার কয়েক দশকের মার্কিন নীতির বিপরীতে অবস্থান নিয়ে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয়ায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত এবং অনুরূপভাবে আরব জাহান ও পশ্চিমাদের মধ্যে মৈত্রী সম্পর্ক বিপন্ন করে তুলেছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com