বুধবার, ০৮ মে ২০২৪, ১২:২৪

প্রকাশিতঃ রোববার, ২২ অক্টোবর ২০১৭ ০৬:২৫:১৮ পূর্বাহ্ন

কেনেডি হত্যার গোপন ফাইল প্রকাশ করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যা সংক্রান্ত গোপন ফাইল উন্মুক্ত করে দেয়ার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেছেন "আরও কিছু তথ্য হাতে পাবার পর'' তিনি এই ফাইলগুলো প্রকাশ করে দেবেন। আমেরিকার ন্যাশানাল আর্কাইভসের এই নথিপত্রগুলো ২৬শে অক্টোবর খোলার কথা রয়েছে। ১৯৬৩ সালের নভেম্বর মাসে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে গুপ্তঘাতকের গুলিতে প্রাণ হারান জন এফ কেনেডি। প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটে লিখেছেন, ''আরও কিছু তথ্য পাওয়ার পর, প্রেসিডেন্ট হিসাবে, আমি জন এফ কেনেডির মৃত্যু সংক্রান্ত ফাইলগুলো উন্মুক্ত করে দেবার অনুমতি দেব।'' গুলি লাগার পর জন এফ কেনেডির দেহ তার স্ত্রী জ্যাকুলিন কেনেডির দিকে ঢলে পড়ে। ১৯৯২ সালে মার্কিন কংগ্রেস রায় দিয়েছিল সব জেএফকে নথি ২৫ বছরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে। যদি না প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেন যে এসব নথি উন্মুক্ত করে দিলে তা জাতীয় নিরাপত্তা বিঘিœত করবে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী কেনেডির হত্যা বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা মনে করেন না যে এখনও অপ্রকাশিত দলিলে বড় ধরনের বিস্ফোরক কোন তথ্য আছে। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার সেন্টার ফর পলিটিক্সের পরিচালক বার্তা সংস্থা এপিকে বলেছেন, ''আমেরিকার মানুষ সত্য জানতে চায়, অন্তত তাদের এটুকু জানার অধিকার আছে যে আমেরিকার সরকার এত বছর ধরে মানুষের কাছ থেকে কি তথ্য লুকিয়ে রেখেছে।''
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com